মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদার,দেশবাংলাঃ
লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদে মাস্টার হাট এলাকায় মোহাম্মদিয়া সঃ তাজবিদুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় ৭জন হেফজ শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান করা হয়েছে।৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাদ্রাসার বার্ষিক পুরুস্কার বিতরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সফল সভাপতি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আশরাফ আলী চৌধুরীর দৌহিত্র, ইউনিটি এক্সসরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, শিল্পপতি ও শিক্ষানুরাগী মোহাম্মদ ফোরকান উল্যাহ চৌধুরী।সভায় মোহাম্মদিয়া সঃ তাজবিদুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মাদ্রাসার সভাপতি শিল্পপতি মোহাম্মদ ফোরকান উল্যাহ চৌধুরী বলেন, মাদরাসায় ধর্ম শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অংক সমানতালে পাঠদান রয়েছে এবং ক্রীড়াসহ অন্যান্য সহশিক্ষা প্রদান করা হয়। এছাড়া হাফেজ শিক্ষা এ মাদরাসার অন্যতম কার্যক্রম। এ প্রতিষ্ঠান থেকে এবারে ৭জন হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান করা হয়েছে। ৭জন কুরআনের পাখি তৈরী হয়েছে। এ মাদ্রাসার সুনাম আগামীতেও অনেক এগিয়ে নিয়ে যাবে। কুরআনের পাখিরা তাদের মা-বাবার মুখ উজ্জল করবে।