বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

মেধা ও সামর্থ্যের পুরোটাই কাজে লাগাতে হবেঃ ইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত : ৪:৪৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

ভালো রেজাল্টের জন্য ভালো প্রস্তুতি আবশ্যক। পরীক্ষার আগে এই সময়টা যযথাযথভাবে কাজে লাগাতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা করে আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে এগিয়ে যেতে পারলে ভালো ফলাফল আসবে।সফলতা অর্জনের জন্য শিক্ষার্থীদেরকে পড়াশুনায় মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী তাদের মেধা ও সম্ভাবনা সম্পর্কে সঠিকভাবে অবগত নয়। তারা তাদের মেধা ও সামর্থ্যের সবটুকু কাজে লাগান না। প্রয়োজনীয় পরিশ্রম করেন না। তাই অসাধারণ রেজাল্ট অর্জন করার জন্য তিনি সকল শিক্ষার্থীকে তাদের মেধা ও সামর্থ্যের পুরোটাই কাজে লাগানোর অনুরোধ করেন।

 

 

২০ মার্চ সোমবার দুপুর ১টার দিকে লোহাগাড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মোস্তফা বেগম গার্লস স্কুল ও কলেজে অনুষ্ঠিত ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান, মোস্তফা বেগম গার্লস স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পপতি আলহাজ্ব শফিক উদ্দিন বলেছেন,মেধার বিকাশ সাধনের জন্য শিক্ষার্থীদের প্রতিভা অনস্বীকার্য। নারী শিক্ষার প্রসার গড়তে আমার মায়ের নামে এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি। নারীরা এখন অনেক এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীও নারী , স্পীকারও নারী। এছাড়াও সরকারের উচ্চ পর্যায়ে অনেক নারীরা কাজ করছেন। আমাদের স্কুল থেকে এবারে ঢাকা মেডিকেল কলেজে ছাবেকুন্নাহার নামে এক মেধাবী নারী চান্স পেয়েছে। এ প্রতিষ্ঠানের নারীরা আরও অনেক ভূমিকা আগামীতে রাখবে।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন মোস্তফা বেগম গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাসান।

স্কুলের সিনিয়র শিক্ষক মোকতারুল আলম, স্কুলের ১০ শ্রেনীর ছাত্রী ইশফা ও জোয়াইরিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সাবেক সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম,লোহগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, শিক্ষানুরাগী ও সমাজসেবব নাজমুল হক।

অনুষ্ঠানে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল,অধ্যাপক গোলাম রসুল, অধ্যাপক আহমদ কবির, মোস্তফা গ্রুপের লোহাগাড়ার ম্যানেজার আবদুস সালামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।

আরো পড়ুন