বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

মেধা,পরিশ্রম ও আত্মবিশ্বাসের বলেই মানুষ সফলতা অর্জন করেঃইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত : ৬:৪৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, মানুষ তার মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের বলেই সফল হয়। সফলতা তার কাছেই ধরা দেয় যে তীব্রভাবে সফলতা আকাঙ্ক্ষা করে এবং তা অর্জনের জন্য প্রয়োজনীয় পরিশ্রম করে। সহজে সফলতা অর্জনের চিন্তা পরিহার করতে হবে। এসময় তিনি সকল অভিভাবক এবং শিক্ষকগণকে তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য অনুরোধ জানান।

১৩ আগস্ট (শনিবার) সকালে লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরম্বা নোয়ারবিলা কাদেরিয়া আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার হল রুমে এক অভিভাবক সমাবেশ ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের লেকচারার জনাব মু. রেজাউল করিম সোহাগকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিমেন সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক মু. রেজাউল করিম সোহাগকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সভার প্রধান অতিথি ইউএনও শরীফ উল্যাহ।

আরো পড়ুন