বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় গাছের ডাল মাথায় পড়ে প্রান গেলো বাংলাদেশেীর

প্রকাশিত : ৯:১৫ অপরাহ্ন বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় কাজ শেষে গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় গাছের মরা ডাল আচমকা মাথার উপর পড়ে আল মামুন (৩৮) নামে এক বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আল মামুন টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার হরিনাতেলীর গ্রামের বাসিন্দা মোঃ মজিবুর রহমানের পুত্র।
আল মামুন রাজধানী কুয়ালালামপুরের পুচং এলাকায় গতকাল সোমবার গাছের ডাল পড়ে দূর্ঘটনায় আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার স্থানীয় সেরডাং হাসপাতালে ভর্তি করে। পরে দীর্ঘ ১৪ ঘন্টা অচেতন থাকার পর আজ রাত ১ টার সময় সে মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে চলে যায়। এখবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে । তার স্ত্রী এবং তমা নামে ১১ বছরের কন্যা একটি সন্তান রয়েছে ।

তার সহকর্মী নারায়নগঞ্জের আড়াইহাজার এলাকার প্রবাসী মোঃ নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক আশরাফুল মামুন কে জানান, কলিং ভিসায় ৫ বছর আগে মালয়েশিয়া চাকুরী নিয়ে আসেন তারপর মেয়াদ শেষে অবৈধ হয়ে যাওয়ার পর পুনরায় বৈধ হওয়ার চেষ্টা করে বিভিন্ন কারনে ব্যর্থ হয়। তার আরেক সহকর্মী ইসমাইল হোসেন বলেন, তার লাশ এখন সেরডাং হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে, পরিবারের অনুরোধে তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্যে সবার আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমরা প্রক্রিয়া শুরু করে দিয়েছি । তিনি আরো বলেন, যদিও সরকারি খরচে মরদেহ দেশে পাঠানোর ব্যাবস্থার কথা আমরা শুনেছি কিন্তু এই প্রক্রিয়া দীর্ঘ সময় লাগবে তাই আমরা সবাই আর্থিক সহযোগিতা করে দেশে পাঠানোর ব্যাবস্থা করছি। তার পারিবারিক আর্থিক অবস্থা শোচনীয় বিধায় কেউ যদি আর্থিক সহযোগিতা করতে চান তাহলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হয়েছে মোঃ নুর মোহাম্মদ, যোগাযোগের মোবাইল নম্বর – ০০৬০১১২৭১১৬৬৫২, পুচং, মালয়েশিয়া। ০০৮৮০১৯১৭৯৯১১৫০ মোঃ মজিবুর রহমান, বাংলাদেশ।

আরো পড়ুন