বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৫১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক সন্তানের জননীর আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
নিহত মহিলার নাম ছকিনা বেগম (৪৫)। সে উপজেলার পদুয়া ধলিবিলা মালিচান পাড়ার মৃত জনু মিয়ার স্ত্রী।
১৯ মে সকাল ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্হানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, ছকিনা বেগমের ১ছেলে রয়েছে। বিগত ২৫ বছর পুর্বে ছকিনাকে ডিভোর্স দিয়ে চলে যান তার স্বামী। এরপর থেকে অতি কষ্ঠে দিনযাপন করছিলেন। কিছুদিন ধরে চোখের ব্যাথা ও মানসিক চাপ সহ্য করতে পারছিলনা সে।
মানসিক চাপ সহ্য করতে না পেরে ঘরের বারান্দায় বিমের সাথে গলায় ফাঁস লাগিয়ে ছকিনা আত্মহত্যা করে।
নিহতের ভাগিনি পারভিন আকতার জানান, আমার খালাম্বা বাড়ীতে একা থাকে। অনেকদিন ধরে মানসিক যন্ত্রনায় ও চোখের ব্যাথায় ছটপট করছিল। আমরা সকাল তার মৃত্যুর খবর শুনে বাড়ীতে গিয়ে দেখতে পাই।
খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক।
তিনি জানান, নিহত ছকিনার শরীরে আঘাতের চিহ্ন নেই। অনেকদিন ধরে তার চোখের ব্যাথা ও মানসিক যন্ত্রনায় ছিল। লাশ উদ্ধার করে পোস্ট মডেমের জন্য মর্গে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।