বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ২:৪৫ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক সেবন করে গাড়ি চালানোর অপরাধে দু`যুবককে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককে ৭দিন করে ২জনকে ১৪দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।দন্ডপ্রাপ্তরা হল লোহাগাড়া উপজেলার সদরের জমিদার পাড়ার মৃত আহমদ কবিরের পুত্র তৌহিদুল ইসলাম(২৭) এবং চন্দনাইশ উপজেলার দোহাজারি অলি বেগ বাড়ির ইছহাক ফকিরের পুত্র জাহাঙ্গীর আলম (৪০)। ৮ এপ্রিল বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান।অভিযান কালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেলের উপ-পরিদর্শক একেএম আজাদ উদ্দিন, উপজেলা পরিষদ কার্যালয়ে সিএ ইলিয়াছ রুবেলসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান জানান, সোমবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেলের একটি টিম যাত্রীবাহি বাস থামিয়ে মাদক সেবন কালে দু` জনকে হাতেনাতে আটক করে। তারা দু`জনে মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনের দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারামতে ১০(চ) অনুয়ায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু`যুবককে ৭দিন করে ১৪দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং জব্দকৃত ৫০০ লিটার চোলাইমদ ধ্বংস করে দেওয়া হয়।