মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

মাদক সহজাত আবেগকে ধ্বংস করে, বাস্তবতাকে ভুলিয়ে দেয়ঃ ইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত : ১:৫২ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, মাদক সেবন মাদকসেবীর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদক একজন মানুষের সহজাত আবেগ ও গুণাবলিগুলোকে ধ্বংস করে দিচ্ছে, বাস্তবতাকে ভুলিয়ে দিচ্ছে। মাদকাসক্ত ব্যক্তি বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। অনেক উজ্জ্বল ভবিষ্যৎ, অনেক অফুরন্ত সম্ভাবনা মাদকের কারণে শেষ হয়ে যাচ্ছে। মাদকের ছোবল থেকে আমাদেরকে বাঁচতে হবে। মাদকাসক্ত ব্যক্তি অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িয়ে পড়ছে।

২৬ জুন রোববার সকালে উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মাদক দ্রব্যের অপব্যবহার অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

 

 


এরপুর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি র‍্যালি বের করা হয়।

আলোচনা সভায় আলোচক ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনীর, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খাঁন, উপজেলা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যানারা।

সভায় বক্তারা মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং মাদকের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য উপস্থিত শিক্ষার্থীদেরকে দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় আগত স্কুলের শিক্ষার্থীরাও মাদকবিরোধী বক্তব্য প্রদান করে। এসময় তারা মাদক গ্রহণ না করা ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করে এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন