রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সকেভেটর ও ডাম্পার গাড়ি জব্দ

প্রকাশিত : ১২:৪৪ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় আইন অমান্য করে  মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একটি এক্সকেভেটর ও একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।

১৭ মে উপজেলার সদরের দক্ষিণ সুখছড়ি হাবিলাশপুর ব্রিজ এর পূর্ব পার্শে দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা,উপজেলা আনসার বাহিনীর সদস্যরা উপস্হিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলা সদরের দক্ষিণ সুখছড়ি হাবিলাশপুর ব্রিজ এর পূর্ব পার্শে আইন অমান্য করে মাটি কাটছিল একটি প্রভাবশালী চক্র। মাটি খেকোরা পালিয়ে যায়। ঘটনাস্থল হতে একটি এক্সকেভেটর ও একটা ডাম্পার জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন