বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

মাটির টপ সয়েল কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ৮:১৭ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মাটির ট সয়েল কাটার অপরাধে এক মাটি খেকোকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটি মেশিন ধ্বংস করে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আশরাফ জাহান মন্টু। সে উপজেলার আধুনগর হরিণা চৌধুরী পাড়ার মৃত আবদুস শুক্কুরের পুত্র।

১৩ জুন (সোমবার) বিকেলে উপজেলার আধুনগর রুপবান পাড়া এলাকা এবং চুনতি ইউনিয়নের বাঁশখালিয়া পাড়া সুফিনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

তিনি জানান, উপজেলার আধুনগর রুপবান পাড়া এলাকায় মন্টু নামের একজন ব্যক্তি মাটির টপ সয়েল কেটে ফসলী জমি নষ্ট করছিল। অপরদিকে চুনতি সুফিনগর বাঁশখালিয়া পাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল বালু খেকোরা।মাটির টপসয়ে্ল কাটার অপরাধে আশরাফ জাহান মন্টুকে ৫০হাজার টাকা জরিমানা এবং অবৈধভাবে। বালু উত্তোলন এর মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়।

এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

অভিযানকালে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা, আনসার বাহিনীর সদস্যরা সাথে ছিলেন।

আরো পড়ুন