বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:৫২ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ’র উদ্যোগে সমগ্র লোহাগাড়া উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ২১ নভেম্বর অনুষ্ঠিত ‘মভ টেস্ট’ এর ১ম পর্বের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, স্কুলের ৫৭১ জন ও মাদ্রাসার ২২১ জন, মোট ৭৯২ জন শিক্ষার্থী ১ম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২য় পর্বের পরীক্ষার জন্য মনোনীত হয়। ২য় পর্বের পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর ২০২২ তারিখ শনিবার সকাল ১০:৩০ টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র (স্কুলের শিক্ষার্থীদের জন্য) ও মোস্তফা বেগম গার্লস হাই স্কুল (মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘মভ টেস্ট’ এর ১ম পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে। আশা করি, ২য় পর্বের জন্য শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশুনার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষায় অংশগ্রহণ করবে। চূড়ান্তভাবে সত্যিকার মেধাবীরা এ প্রতিযোগিতায় বিজয়ী হবে।