বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:৪৮ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি মামলায় মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে উপজেলার দরবেশ হাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ শাহজাহান।
তিনি সাংবাদিকদের জানান, বিএসটিআই লাইসেন্স ব্যতীত বিস্কুট পাউরুটিসহ বেকারি জাতীয় খাদ্য উৎপাদনের কারণে সঞ্জয় দাশ (২৬) কে ১০ হাজার টাকা, ভেরিফিকেশন্স বিহীন ওজন যন্ত্র ব্যবহারের কারণে চয়ন নন্দি (৩৫)কে ১০ হাজার টাকা এবং নিবন্ধন সনদ ব্যতিরেকে পণ্য মোড়কজাতকরণের অপরাধে মো. টিপু (৩০)কে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানকালে বিএসটিআই-এর পরিদর্শক মুহাম্মদ শহিদুল ইসলাম, ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, থানার এসআই শামছুদ্দৌহা, এএসআই মুহাম্মদ শামিমসহ বিএসটিআই ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।