মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৭:৪২ পূর্বাহ্ন মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
ওয়ানডেতে ভারতের বিপক্ষে মধুর জয় এসেছে অনেক। কিন্তু টি-টোয়েন্টিতে প্রতিবেশী দেশটিকে কখনো হারাতে পারেনি টাইগাররা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ১ রানের ট্রাজিক হার। ২০১৮ সালে নিদাহাস টি-টোয়েন্টি সিরিজের ফাইনালটাও কি কম যন্ত্রণার? শেষ বলে ছক্কা হাঁকিয়ে দিনেশ কার্তিক মুঠো থেকে বের করে নিলেন ম্যাচটা।
আগের ৮ বারের দেখায় যে ভারত হেসেছিল প্রতিবারই, সেই দলটাকে নবম দেখায় হারিয়ে দিল বাংলাদেশ। সেটিও কিনা তাদেরই মাঠে। দিল্লি জয়ে শুরু হলো বাংলাদেশের ভারত মিশন। বাংলাদেশের জয়টা ৭ উইকেটের।
রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিং বেছে নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। ভারত আটকে যায় ৬ উইকেটে ১৪৮ রানে। বাংলাদেশ ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে।