বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৩৭ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আওতাধীন বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
১০ জুন সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত ৩৭জন বিশিষ্ঠ একটি কমিটি অনুমোদন দিয়েছেন।
উক্ত কমিটিতে মেধাবী ছাত্রনেতা হামেদ হোসাইন মেহেদীকে সভাপতি এবং রেমি হাসান ইমন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নব নির্বাচিত বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ হামেদ হোসাইন মেহেদী জানান, ছোটকাল থেকে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ ও লালন করে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছি। ছাত্রলীগকে সুসংগঠিত করে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ।
বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী , লোহাগাড়ার সুর্যসন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া- লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী,বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।