বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:২৭ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনু ফকির হাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত করে ৪টি মামলায় মোট ৩১হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।
৬ জুলাই (বুধবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী,উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,আমরা উপজেলা প্রশাসন প্রতিনিয়ত বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। বাজার মনিটরিং এর অংশ হিসেবে বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির হাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে ৪ টি মামলায় ৩১হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।