বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৫:১৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় হত্যা, অস্ত্র ও মারামারি মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল রাতে থানার ওসি মোঃ আতিকুর রহমান,সেকেন্ড অফিসার যুযুৎসু যশ চাকমা, এএসআই শরীফুল ও এএসআই শিপক চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার বড়হাতিয়া বায়তুশ শরফের উত্তর পার্শ্বে তৈয়বের পাড়া ব্রীকফিন্ড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃতের নাম মোঃ নোমান (২৫)। সে উপজেলার আব্দুল হামিদে প্রকাশ বালাই হাফেজের পুত্র।
ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, আটক নোমানের বিরুদ্ধে ২টি হত্যা মামলা,১টি অস্ত্র মামলা এবং ১টি মারামারি মামলাসহ মোট ০৪ টি মামলা রয়েছে। এসব মামলায় সে গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী। দীর্ঘদিন ধরে সে কৌশলে পলাতক ছিল। গতকাল রাতে আমাদের থানা পুলিশের টিম তৈয়বের পাড়া ব্রিকফিল্ড এলাকা হতে তাকে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত আসামী নোমানকে আজ সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।