মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বড়হাতিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলের দপ্তরীর মৃত্যু

প্রকাশিত : ৩:২১ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম তাপস নন্দী(৩৬)। সে বড়হাতিয়া হিন্দু পাড়ার মনিন্দ্র নন্দীর পুত্র এবং সেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী।

২২ মে রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

বিষয়টি সেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সাবেক মেম্বার সুনীল সরকার নিশ্চিত করেছেন।

স্হানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বড়হাতিয়া সেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দপ্তরী হিসেবে দায়িত্ব পালন করছেন। দপ্তরীর দায়িত্ব পালনের পাশাপাশি সে টেকনেশিয়ানের কাজ করে। রোববার স্কুল ছুটির পর ওই ইউপির ১নং ওয়ার্ডস্থ শীল পাড়ার পুলিন শীলের বাড়ীতে বিকেল ৫টার দিকে টেকনেশিয়ানের কাজ করতে যায়। হঠাৎ বিদ্যুৎ এর কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,সাবেক ইউপি মেম্বার সুনীল সরকার জানান, তাপস নন্দী আমাদের বিদ্যালয়ে দপ্তরীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। চাকরী শেষে সে টেকনেশিয়ানের কাজ করে থাকে। পুলিন শীলের বাড়ীতে কাজ করা অবস্হায় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। তার একমাত্র মেয়েটাও প্রতিবন্ধী বলেও তিনি জানান।

আরো পড়ুন