রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

বড়হাতিয়ায় বন্যর্তদের মাঝে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত : ১২:৪৭ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

১৮ আগস্ট সকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে বড়হাতিয়ায় ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার বাড়ি চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের কাছে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

প্রবীন আওয়ামী লীগ নেতা মাস্টার মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক,চুনতির মেয়ে,শাহ ছাহেব কেবলার পৌত্রী সাজেদা সুরাত।

উদ্বোধক ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলী।

এ সময় বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেবী বড়ুয়া বেবী,বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,রিটন বড়ুয়া রোনা, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান,রাজনীতিবিদ ও সমাজসেবক শাহাব উদ্দিন, নুরুল কবির চৌধুরীসহ জনপ্রতিনিধি ও যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের দুর্যোগে সব সময় পাশে থাকবে।

আরো পড়ুন