রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:২৮ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়া এলাকায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক মহিলা গুরুত্বর আহত হয়েছে।
৮ জানুয়ারী দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
আহত মহিলার নাম কমরুন্নাহার জিনু (২৮)। সে ওই এলাকার আবদুল মালেকের স্ত্রী এবং
৩ছেলে ১মেয়ের জননী। তার স্বামী আবদুল মালেক পেশায় ছোট্ট একজন কর্মচারী।
বাড়ীতে ঘটনার সময় কেউ ছিলোনা। অতর্কিতভাবে কমরুন্নাহার জিনুকে প্রতিপক্ষ মোরশেদসহ দলবল মিলে তাকে মারধর করে রক্তাক্ত জখম করে। স্থানীয় তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করানো হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানায় তার স্বামী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জালাল আহমদকে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন।