রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ১:৪১ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ মোঃ সিয়াম (২ বছর ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৮ জুন(রোববার) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শরফুদ্দিন মিয়াজি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিয়াম ওই এলাকার বাসিন্দা, মনফকির হাট বাজারের ব্যবসায়ী আবদুর রহিমের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া মুঠোফোনে উক্ত প্রতিবেদককে বলেন, বিকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সিয়াম। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা বাবা। একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির সামনে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে।
স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।