বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

বড়হাতিয়ায় পাহাড় কেটে পাকা ঘর নির্মাণের অভিযোগ

প্রকাশিত : ২:২৮ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

রায়হান সিকদার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডের পাঁচকুনিয়া মাঠ সংলগ্ন নতুন পাড়া এলাকায় পাহাড় কেটে সরকারী জায়গায় পাকা ঘর নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে।

স্হানীয় এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের পুত্র পাহাড় কেখো মুহাম্মদ শাহজাহান প্রভাব কাটিয়ে তিনি এ ঘর নির্মাণ করছে।

এ বিষয়ে শাহজাহান মুঠোফোনে জানান,আমি ফরেস্ট কর্মকর্তা উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে এ পাকা ঘর নির্মাণ করছি। সবার সাথে আমার কথা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু জানান,সরকারী জায়গায় কেনভাবে পাকা ঘর নির্মাণ করা যাবেনা। পাহাড় কাটা অন্যায় এবং অপরাধ। বিষয়টি দ্রুত অভিযান পরিচালনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন