বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ২:৪৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়া এলাকায় ভিকটিমের দায়ের করা ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী জালাল উদ্দীনকে গ্রেফতার করেছে র্যাব-৭ বাহিনীর সদস্যরা।
৪ অক্টেবর সকাল আনুমাণিক সাড়ে ৫ টায় র্যাব-৭-এর সদস্যরা উপজেলার চুনতি ইউনিয়নের তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করেন।
আটক জালাল উদ্দীন ঘটনার পর গত ২৫ সেপ্টেম্বর থেকে আত্মগোপনে ছিল।তার অপর সহযোগী মুহাম্মদ কাইছার গত ৩০ সেপ্টেম্বর পুলিশের হাতে আটক হয়।
র্যাবের হাতে আটককৃত মুহাম্মদ জালাল উদ্দীনকে ৪ অক্টোবর র্যাব লোহাগাড়া থানায় হস্তন্তার করেন।
আটককৃত আসামী মুহাম্মদ জালাল উদ্দীন উল্লেখিত ধর্ষণ মামলার ২নং আসামী। সে র্যাব-৭ এর কাছে এজাহার নামীয় ২ নং আসামী বলে স্বীকার করেছে। র্যাবের এক প্রেসব্রিফিং-এ কথা উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ২ ভিকটিম মনুফকির বাজারস্থ পল্লী বিদ্যুৎ অফিসে বিল পরিশোধ করে রিক্সাযোগে বাড়ি যাওয়ার পথে মালপুকুরিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় নির্জন একটি পরিত্যাক্ত ঘরে উল্লেখিত দু’ধর্ষক কর্তৃক ধর্ষিত হন। প্রযোজনীয় চিকিৎসা শেষে ২ ভিকটিমের একজন থানায় ধর্ষণ মামলা দায়ের করলে মামলাটি ২৯ সেপ্টেম্বর নিয়মিত মামলায় রেকর্ড হয়। মামলার আসামী আটককৃত ২ জন যথাক্রমে মুহাম্মদ কাইছার ও জালাল উদ্দীন । তন্মধ্যে কাইছার ৩০ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেফতার হয় এবং ২নং আসামী জালাল উদ্দীন ঘটনার পরে পালিয়ে আত্মগোপন করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামী জালাল উদ্দীনকে র্যাব-৭ অভিযান চালিয়ে উপজেলার চুনতি ইউনিয়নের এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করতে সক্ষম হন।