বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার ইফতার সামগ্রী পেল আধুনগরের অতি দরিদ্র পরিবারের সদস্যরা

প্রকাশিত : ৩:০৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, লোহাগাড়ার সুর্যসন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের অতি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৮ এপ্রিল রাত ৮টার দিকে বটতলী মোটর স্টেশনস্থ আওয়ামী লীগের কার্যালয়ে আধুনগরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের কাছে এসব ইফতার সামগ্রী,বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক সফল ছাত্রনেতা রিদুয়ানুল হক সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাসেম মিয়া, যুগ্ন সম্পাদক ফরিদ আহমদ, আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির,সাধারণ সম্পাদক আলি আহমদ, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সহ-সভাপতি,আধুনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন,আধুনগর ইউপির সাবেক মেম্বার শিবুরঞ্জন পাল, প্রচার-প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন অভিসহ অন্যানারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো ইফতার সামগ্রী গুলো আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকরা বিতরণ করবেন।

আরো পড়ুন