বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:২৫ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে
বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, লোহাগাড়ার সুর্যসন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে চট্টগ্রামের লোহাগাড়ায় অসহায়, দুঃস্থদের মাঝে কম্বল ও চাউল বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারী বেলা ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল ও চাউল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।
লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম. আখতারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু জানান, কনকনে শীতে লোহাগাড়ার মানুষ অনেক কস্ট পাচ্ছে। শীতের তীব্র আকার ধারণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং প্রিয় দাদা ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে এলাকার অতি দরিদ্র পরিবারের মাঝে কম্বল ও চাউল বিতরণ করেছি।