বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৪:৫৫ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা বৌদ্ধ বিহার ভাংচুরের মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
৩১জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বটতলী স্টেশন ও কলাউজান রাবার ড্যাম এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।
আটককৃত বশিরুল আলম শরীফ কলাউজান ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের প্রচার সম্পাদক এবং আমিরাবাদ দর্জি পাড়ার রবিউল ইসলাম রুবেল।
দুজনকে আটকের বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর চট্টগ্রাম জেলার এসআই শফিউল আলম মুঠোফোনে উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কলাউজান ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য বশিরুউল আলম শরীফ ও আমিরাবাদ দর্জি পাড়ার রবিউল ইসলাম রুবেল। এদের মধ্যে ইউপি সদস্য বশিরুল আলম শরীফ চার্জশিটভুক্ত ১৭ নং আসামী। গতকাল সোমবার সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে উপজেলার আমিরাবাদ স্টেশন থেকে রুবেলকে গ্রেফতার করি। পরে তার দেওয়া তথ্য মতে ইউপি সদস্য বশিরকে কলাউজান রাবার ড্যাম এলাকা থেকে গ্রেফতার করতে করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর চট্টগ্রাম জেলার এসআই শফিউল আলম আরও জানান, আটক বশির ও রুবেল দুজনই বিগত ২০২০ সালে ২৫ মে চরম্বা ইউনিয়নের বিবিবিল বৌদ্ধ বিহারে হামলা ভাংচুর মামলার আসামী। এঘটনায় আরেক আসামী মো. জাহাঙ্গীরের ১৬৪ ধারা জবানবন্দির প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ইউপি সদস্য বশিরুল আলম শরীফ চার্জশিটভুক্ত ১৭ নং আসামী।
১ আগস্ট সকালে তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।