বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

বৈদেশিক মুদ্রা পাঠিয়ে অবদান রাখায় সিআইপি হলেন লোহাগাড়ার সন্তান মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাহাব উদ্দিন

প্রকাশিত : ৪:২৫ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

রায়হান সিকদার, দেশবাংলাঃ

বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিআইপি( বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)হিসেবে নির্বাচিত হয়েছে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাহাব উদ্দিন। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র।বুধবার (২০ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০২৩ সালের জন্য তিন ক্যাটাগারিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ৭০ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়। বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর তালিকায় ৫৯ জনের মধ্যে ২০ জন চট্টগ্রামের বাসিন্দা। এছাড়া বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে চট্টগ্রামের আরও ২জন সিআইপি নির্বাচিত হয়েছেন।প্রজ্ঞাপনে শিল্পক্ষেত্রে বিনিয়োগ, বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানো, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক এই তিন ক্যাটাগরিতে ৭০ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি নির্বাচিত করা হয় । বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০২৩ সালের জন্য তিনটি আলাদা ক্যাটাগরিতে তালিকায় বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৫৯ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ১ জন এবং বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী ক্যাটাগরিতে ১০ জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন।সাহাব উদ্দিন সিআইপি বলেন ,প্রবাসী ভাইদের উন্নয়নের সে কাজ করবে এবংদেশ ও দেশের মানুষের সেবা করতে চাই ,এলাকার গরিব দুখী মানুষের পাশে থাকতে চাই।বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০২৩ সালের জন্য তিনটি আলাদা ক্যাটাগরিতে নির্বাচিত এনআরবি-সিআইপি তালিকা প্রকাশ করা হয়। মালয়েশিয়া থেকে সর্বোচ্চ রেমিটেন্স দাতা হিসেবে অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৩ সালের জন্য নির্বাচিত হই।।আমাকে সিআইপি হিসেবে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা,মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব এবং কর্মকর্তাবৃন্দদেরর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।উল্লেখ্য, ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও সিআইপি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন