বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১১:৪৯ অপরাহ্ন বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জাসদের (জাতীয় সমাজতান্ত্রিক দল) কার্যকরী সভাপতি জননেতা আলহাজ্ব মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, ফটিকছড়ি মাটি ও মানুষের পরম বন্ধু, গণমানুষের প্রিয় নেতা, আলহাজ্ব রফিকুল আনোয়ারের যোগ্য উত্তরসূরী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি।
তিনি বলেন, “বীর মুক্তিযুদ্ধা মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরনীয় শূণ্যতার সৃষ্টি হয়েছে। জনাব মঈনউদ্দীন খান বাদল তার যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন”। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।