বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৯:০১ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দূূর্গাপুজা উপলক্ষে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মল্লিক ছোবাহান হরি মন্দির পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, লোহাগাড়ার সুর্যসন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার নির্দেশে আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দরা হরি মন্দির পূজামন্ডপ পরিদর্শন করে এবং মন্দির পরিচালনা কমিটির হাতে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুুহাম্মদ হুমায়ুন কবির, আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুুহাম্মদ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন হাসান, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুুহাম্মদ তারেকুল ইসলাম ইমন,উপ-দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফোরকান, প্রচার-প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান মিজান, আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা।