বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান বাস্তবায়নের লোহাগাড়ায় প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত : ২:৫৮ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানের নির্দেশনাবলী বাস্তবায়নের নিমিত্তে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ ডিসেম্বর সকালে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক,উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,পদুয়া রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা বলেছেন, মহান বিজয়ের মাস। মহান মাসে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানকে সফল ও সার্থক করতে আগামী ১৬ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি উপজেলা প্রশাসন হাতে নিয়েছেন।

অনুষ্ঠানে উপজেলার কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সরকারী,আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন