বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
প্রকাশিত : ৩:১৬ পূর্বাহ্ন বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
রায়হান সিকদার,দেশবাংলাঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২৪ সম্পন্ন হয়েছে।
৬ এপ্রিল সকালে বিদ্যালয়ের হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন লোহাগাড়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার।
উক্ত নির্বাচনে ভোট সংখ্যা ছিল ৯জন। ৯ ভোট পেয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া।
কমিটির অন্যান্যরা হলেন যথাক্রমে সদস্য সচিব মাস্টার নাজিম উদ্দিন, দাতা সদস্য সুনীল সরকার, অভিভাবক আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী,হারুনুর রশিদ, নুরুল আলম কোম্পানি, সমশুল আলম, ফরিদা ইয়াছমিন, শিক্ষক প্রতিনিধ সালামত উল্যাহ, শিক্ষক প্রতিনিধি সচিন রায়, শিক্ষক প্রতিনিধি তাহমিনা সোলতানা।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব প্রাপ্ত ও লোহাগাড়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার জানান, শনিবার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯জন। ৯ ভোট পেয়ে বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়ে সভাপতি হিসেবে বিজয় কুমার বড়ুয়া নির্বাচিত হন।
বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়ে সভাপতি হিসেবে বিজয় কুমার বড়ুয়া নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি, লোহাগাড়ার সুর্যসন্তান ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য এম.এ মোতালেব সিআইপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।