বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:৫৪ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
বাংলা ও ইংরেজি রঙ্গিন বর্ণ, মনীষীদের বাণী, গণিতের বিভিন্ন চিহ্ন, আকার আকৃতি, নামতার ধারণা, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ছবি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, সাত বীরশ্রেষ্ঠের ছবি, পাঠ্যবইয়ের বিভিন্ন ছড়া, শব্দ লিখে প্রতিটি শ্রেণীকক্ষ সাজানো হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সাজানো হচ্ছে শিশুদের শিক্ষাকে উপযোগী করে তোলার জন্য। বিদ্যালয় সেজেছে বর্ণিল সাজে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের দক্ষিণ পুটিবিলা সুফি ফকির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়। বিদ্যালয়ের ভবনটি দেখে মনে হয় এ যেন একটি পাঠ্যবই। ছড়া, কবিতা ও গল্পের সঙ্গে সামঞ্জস্য ছবি দিয়ে সাজানো বিদ্যালয়ের কক্ষগুলো দেখে শিক্ষার্থীরা প্রতিনিয়তই নতুন কিছু শিখছে।বিদ্যালয়ের সামনে মিনি শিশু পার্ক। ছাত্র-ছাত্রীদের জন্য পরিবেশসম্মত একটি স্হান। ক্লাসের বিরতিতে ছাত্র-ছাত্রীরা স্লিপার থেকে পিছলে পড়ছে, কেউবা দোলনায় দোল খাচ্ছে, আবার কেউ ব্যালেন্সিং যন্ত্রে ওঠানামা করছে বিদ্যালয়ে স্থাপন করা স্লিপার, ব্যালান্সিং, ল্যাডার কিংবা অন্যান্য খেলনা সামগ্রীতে। বিদ্যালয়টি দু`তলা বিশিষ্ঠ। বিদ্যালয়ের বিভিন্ন ওয়ালেও সেজেছে বঙিল রঙে।
জানা গেছে,বর্তমান সরকারের পক্ষ থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুকের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের কার্যক্রম দৃশ্যমান করতে পেরেছেন । এতে শিক্ষার্থীদের বেশ সাড়াও মিলছে। বিদ্যালয়ের দেয়ালে আঁকা ছবি ও লেখা দেখে দেখে নিজ খাতার পাতায় তুলে ধরে শিশুরা। দেয়ালের লিখন ও ছবি দেখে আঁকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রায় প্রতিযোগিতাও দেখা যায় বলে জানা গেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী সালমা আক্তার,উর্মি আকতার,সৌরফা ইয়াছমিন দীপু বলেন, বিদ্যালয়ের ভবনের লেখা ও ছবিগুলো দেখতে তাদের খুবই ভালো লাগে। দেয়ালে আঁকা ছবি দেখে তারা বঙ্গবন্ধু, সাত বীরশ্রেষ্ঠ ও গুণীজনদের চিনতে পেরেছে। পাঠ্য বইয়ের নানা বর্ণ, অংক ও চিহ্ন তারা দেয়ালে দেখে দেখে শিখতে পারছেন।স্কুলের সামনে মিনি শিশু পার্ক তৈরী হওয়ায় আমরা অনেক বেশী আনন্দিত। টিপিন ছুটিতে মিনি শিশু পার্ক থাকায় বেশ আনন্দ পাচ্ছি।
বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাজমুন নাহার বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি দেয়ালে লিখা বর্ণ, ছবি ও চিহ্নগুলো শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগী হচ্ছে। সাজানো বিদ্যালয় ভবন দেখে শিক্ষার্থীরা প্রতিনিয়তই নতুন নতুন বিষয় জানতে পারছে।
দক্ষিণ পুটিবিলা সুফি ফকির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম বলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক স্যারের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের পুরো ভবনটি সাজানো হয়েছে শিশুদের শিক্ষার উপযোগী করে। মনে হচ্ছে বিদ্যালয়টি যেন একটি পাঠ্যবই।শিক্ষার্থীরা পাচ্ছে সুন্দর পরিবেশ। তিনি আরও বলেন, বিগত ২০২০ সালে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি। যোগদান করার পর বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সুন্দর পরিবেশ তৈরী করতে কাজ করে যাচ্ছি।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক জানান, বিদ্যালয়ের ভবন বর্ণিল সাজে সেজেছে। বিদ্যালয়টি অতীতের সময় অনেক অবহেলিত ছিল। শিক্ষার মান প্রসারে বার বার বিদ্যালয় পরিদর্শন করেছি। শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের কে ক্লাস নিয়েছি। শিক্ষার পাঠদানকে আরও ত্বরানিত করতে সকল শিক্ষককে নির্দেশনা দিয়েছি। বিদ্যালয়ের ভবন বর্ণিল সাজে সজ্জিত হওয়ায় পরিবেশ হয়েছে অনেক সুন্দর। অন্যদিকে, শিক্ষার্থীরাও পাঠ্যবইয়ের পাশাপাশি দেয়ালের ছবি এবং বর্ণ দেখে নানা বিষয়ে শিখতে পারছে।