বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ১০:৫৪ অপরাহ্ন বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ
পেকুয়া বারবাকিয়া এলাকায় বনবিভাগের জায়গা উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে ।
২৬ ফেব্রুয়ারি দুপুরে বন বিভাগের জায়গা উদ্ধার করতে চুনতি ও পদুয়া রেঞ্জের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্বে দেন পদুয়া সহকারী বনসংরক্ষক এটিএম আজহারুল ইসলাম, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম,চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ শাহিনুর রহমান বিপ্লব, বড়দুয়ারা বনবিট কর্মকর্তা মুহাম্মদ অাশরাফুল ইসলামসহ বনবিভাগের অন্যান্য বনকর্মীরা।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, বনবিভাগের জায়গা উদ্ধার করতে আমরা সবসময় প্রস্তুত। ইতিমধ্যে পদুয়া চুনতি রেঞ্জের যেসব আওতাধীন এলাকা রয়েছে সেগুলোতে আমরা অনেক বনবিভাগের জায়গা উচ্ছেদ অভিযান করেছি। অনেক মামলা হয়েছে। সরকারী দায়িত্ব পালনে এটা আমাদের নৈতিক দায়িত্ব। বনবিভাগের জায়গা উদ্ধার করতে আজকেও আমরা যৌথ অভিযান পরিচালনা করেছি। আমাদের বনবিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ শাহিনুর রহমান বিপ্লব জানান,বনবিভাগের জায়গা উদ্ধারে বনকর্মীদের সাথে নিয়ে পদুয়া এবং চুনতি রেঞ্জের যৌথ পরিচালনায় অভিযান চালিয়েছি। ইতিমধ্যে চুনতি রেঞ্জের আওতায় অনেক জায়গা উদ্ধার করেছি। বনবিভাগের জায়গায় ঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযানও পরিচালনা করেছি।