বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের বেতন মওকুফের ঘোষণা দিলেন পদুয়া স্কুলের সভাপতি জাভেদ করিম

প্রকাশিত : ৬:৪৪ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

স্বরনকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের অসহায় শিক্ষার্থীদের বেতন মওকুফের ঘোষণা দিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম জাভেদ করিম।

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যেতে যেন কোন প্রকার আর্থিক অসুবিধা না হয় সেজন্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত গৃহিত হয়।

উক্ত বৈঠকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য নুরুল আলম কোম্পানি, অভিভাবক সদস্য নুরুল আমিন, মো আইয়ুব, মো আলী সহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় যার যার অবস্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানানো হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম জাভেদ করিম জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত অনেক শিক্ষার্থীরা। পরিচালনা পরিষদে  বন্যায় ক্ষতিগ্রস্ত পদুয়া স্কুলে পড়ুৃযা অসহায় শিক্ষার্থীদের বেতর মওকুফ করার জন্য বেঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আরো পড়ুন