বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:৩৩ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ভেঙ্গে গেছে কাচা ঘর, ভেঙ্গে গেছো সড়ক। উপজেলার পদুয়ার বিভিন্ন এলাকায় একই চিত্র। সবকিছু অগোছালো হয়ে গেলো। বন্যার তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলো পুরো এলাকা।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৪ আগস্ট দুপুরে সরেজমিন পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
পরিদর্শন কালে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভুঁইয়া,পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, ইউপির সকল মেম্বারগণ উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক, বাড়িঘর ভেঙ্গে গেছে।।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগীতা দেওয়া হয়েছে। আমি সরকারী সফরে ভারতে প্রশিক্ষণে ছিলাম।সেখান থেকেও বার বার লোহাগাড়ার খবর-খবর নিয়েছি। লোহাগাড়ায় এসে বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের ভাঙ্গা ঘরগুলো পরিদর্শন করেছি। মানুষের দুঃখ দুর্দশাগুলো দেখেছি। আমরা ঘরের তালিকা করে চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের কাছে পাঠাবো। আগামীতেও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সবধরণের সহযোগীতা দেওয়ার আশ্বাস দেন তিনি।