বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৮:২১ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ার বিভিন্ন এলাকার মানুষ পানি বন্দি। তলিয়ে গেছে অনেক গ্রাম। জনদুর্ভোগে হাজার হাজার মানুষ। লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ আগস্ট বিকেলে আধুনগরের বিভিন্ন এলাকায় বন্যায় ভেঙ্গে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেন এবং পানি বন্দি এলাকায় ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন।
তিনি জানান,আমার ইউনিয়নে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে গেছে অনেক সড়ক, কালভার্ট এবং বসতঘর। তারা কেউ আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন আবার কেউ ইউপির আওতায় আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বন্যায় ভেঙ্গে যাওয়া আমার ইউনিয়নের ঘরগুলো পরিদর্শন করে তালিকা করেছি। বন্যার্ত পরিবারের মাঝে আমার নিজস্ব তহবিল ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করেছি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।