রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

বটতলী শহর উন্নয়ন কমিটির অকল্পনীয় পদক্ষেপঃ এমপি নদভীর নির্দেশে আলোকিত হচ্ছে বটতলী শহর

প্রকাশিত : ১২:৪২ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

বটতলী মোটর স্টেশন। লোহাগাড়া সদরে অবস্হিত। এটা লোহাগাড়ার প্রানকেন্দ্র। দক্ষিণ চট্টগ্রামের অন্যতম স্টেশন হিসেবে এ স্টেশন বেশ পরিচিত। বটতলী শহর উন্নয়ন কমিটির অকল্পনীয় পদক্ষেপ, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির আন্তরিক সহযোগীতায় ও নির্দেশনায় বটতলী মোটর স্টেশনের বিভিন্ন এলাকায় ৫ শতাধিক বৈদ্যুতিক লাইটিং করা হচ্ছে। এ শহর হচ্ছে আলোকিত। আলোকিত শহর গড়তে এ পদক্ষেপ নিয়েছেন তারা। পৌরসভা না হওয়ার আগে পৌরসভার আদলে সাজানো হচ্ছে।

২ এপ্রিল সকালে লাইটিং কার্যক্রমের শুভ করা হয়েছে ।

উপস্হিত ছিলেন লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুুহাম্মদ মিজানুর রহমান মিজান, যুগ্ন আহবায়ক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, সদস্য মুহাম্মদ আকতার উদ্দিন, সৌদি প্রবাসী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মুহাম্মদ সেলিম, বীর মুক্তিযোদ্ধার সন্তান মুহাম্মদ রিয়াদ।

বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমার মিজান জানান, অতীতে এ স্টেশনে কোন লাইটিং ছিলনা, চুরির কার্যক্রম, ছিনতাই বেড়েই ছিল। এ স্টেশন অত্যন্ত জনগুরুত্বপুর্ণ। অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোকে আলোকিত করতে পৌরসভা না হওয়ার আগে পৌরসভার আদলে আমরা এ উদ্যোগ নিয়েছি। মাননীয় এমপি মহোদয়ের নির্দেশক্রমে এবং ওনার সহযোগীতা নিয়ে আমরা বটতলী শহর কে আলোকিত করতে ৫ শতাধিক বৈদ্যুতিক লাইটিং স্হাপনের উদ্যোগ নিয়েছি। আজকে সেগুলোর কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৫শতাধিক লাইটিং এর ব্যবস্হা করা হবে।

আরো পড়ুন