শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১:৩২ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
এন.এইচ.মাসুম.দেশবাংলা.নেট
মানবাধিকারের সবচেয়ে বড় ঘাটতি ছিল ১৫- ই আগস্ট এবং ৩রা নভেম্বরে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা এবং জাতীয় চার নেতাকে জেলে হত্যা ছিল ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লংঘন। মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা সকল সুনাগরিকের দায়িত্ব। যেনতেন ব্যক্তি মানবাধিকার কমিশনের সদস্য হতে পারবেনা। সমাজের স্বচ্ছ ব্যক্তিরাই হতে পারবে মানবাধিকার কমিশনের সদস্য।
রবিবার (৩ নভেম্বর) নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। সম্মেেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম সিকদার। প্রধান অতিথি হিসেনে বক্তব্য রাখেন,দক্ষিণ জেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ্ব মফিজুর রহমান,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যাণেল মেয়র চৌধুরী হাসান মাহামুদ হাসনী,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিশনের কেন্দ্রীয় ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু,সৈয়দ সিরাজুল ইসলাম কমু গভর্নর সেতারা গাফ্ফার,চন্দনাইশ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামালা রুপা, দক্ষিণ জেলার নির্বাহী সভাপতি আবু তাহের,সেক্রেটারি মনিরুল ইসলাম,বান্দরবানের সভাপতি নিলীমা আক্তার নীল,এডভোকেট যিশু কান্তি,অধ্যাপক হামিদ হুসাইন,এডভোকেট নুরুদ্দিন, আসাদুজ্জামান, গোলাম কিবরিয়া মোল্লা, এস.এম.হারুন সহ মানবতাপ্রেমী কর্মীরা।