বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিঃ লোহাগাড়ার ইউএনও`র অভিযান, জরিমানা

প্রকাশিত : ৮:১৫ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা পরিষদের সিএ মোঃ রুবেলসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়ার ইউএনও শরীফ উল্যাহ বলেন, স্বপন ফার্মেসিতে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে
ফার্মেসির মালিক রূপন কান্তি নাথ (৪৫)কে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং একইসাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

আরো পড়ুন