সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

প্রবীণ আওয়ামীলীগ নেতা একেএম ফজলুল হক চৌধুরীর ইন্তেকাল

প্রকাশিত : ১১:৩৯ অপরাহ্ন সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবাহান মনু মিয়া চৌধুরী পাড়া নিবাসী মরহুম কদম রসুল চৌধুরীর পুত্র আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক প্রবীণ আওয়ামীলীগ নেতা একেএম ফজলুল হক চৌধুরী চট্টগ্রামস্হ সিএসসিআর হসপিটালে চিকিৎসাধীন অবস্হায় গতকাল রাত দেড়টাই দিকে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি……………….. রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪।

তার মৃত্যুর বিষয়টি তার দীর্ঘদিনের সহযোদ্ধা,আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন নিশ্চিত করেছেন।

মৃত্যুকাল তিনি ৩ মেয়ে ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ ১০ অক্টোবর বাদে আছর মনু মিয়া চৌধুরী পাড়া জামে মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন জানিয়েছেন।

এদিকে, বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব এ কে এম ফজলুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন, সাতকানিয়া- লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নিজামুদ্দিন নদভী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। নেতৃবৃন্দরা মরহুমের আত্নার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

 

আরো পড়ুন