বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:৩৮ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা এলাকায় প্রবাসী মুনছুর আলী হত্যা মামলার অন্যতম আসামি মুনছুর আলীর শ্বশুর মোঃ এনামুল হক (৫৫) কে আটক করেছে থানা পুলিশ।
গতকাল গভীর রাতে থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমানের নির্দেশে এসআই শরীফুল ইসলাম পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক এনাম পুটিবিলা পহরচাঁন্দা ছোট ধলিবিলা এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শরিফুল ইসলাম পিপিএম জানান, ওসি স্যারের নির্দেশে প্রবাসী মনসুর আলী হত্যার অন্যতম আসামী তার শ্বশুর এনামুল হক চট্টগ্রাম শহর থেকে আটক করেছি। উক্ত আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে হত্যার কথা স্বীকার করেছেন। আমরা মনসুর আলীর লাশ উদ্ধারের পর থেকে এ মামলার আসামী শ্যালিকা,শ্বাশুড়ি ,সহযোগী, ছাবের ও আইয়ুবকে আটক করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছি।মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, প্রবাসী মনসুর আলী প্রকাশ লেদুকে পুটিবিলা ইউনিয়নের ফকিরহাট এলাকা হতে অজ্ঞাতনামা অপহরণকারীরা অপহরণপূর্বক দূর্গম পাহাড়ীটিলা এলাকায় তার শশুর বাড়ীতে নিয়ে খুন করে । তার শ্বাশুড়ি ছায়েরা খাতুন তার পরিবারের লোকজনসহ এক লাখ টাকার বিনিময়ে ৪ জনকে ভাড়া করে তার শ্বশুরের সদস্যরা।