রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক পেল চরম্বার মনির আহমদ

প্রকাশিত : ১২:৪০ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদার, দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় তৃণমুল আওয়ামী লীগের এক কর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।তার নাম মনির আহমদ (৬৫)। তিনি উপজেলার চরম্বা তাজু বর বাড়ির মৃত আলতাফ মিয়ার পুত্র। পেশায় তিনি দিনমজুর।বিগত কয়েকবছর পুর্বে তিনি ডান পা`তে আঘাত পেয়েছিলেন।টাকার অভাবে চিকিৎসা সেবা করতে পারেনি।২১ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,লোহাগাড়া-সাতকানিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আমিনুল ইসলামের আন্তরিক প্রচেষ্ঠায় চরম্বার মনির আহমদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, চরম্বার সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ, মরহুম বদিউল আলম চেয়ারম্যানের সুযোগ্য পুত্র ব্যাংকার মুজাহিদ বিন আলম কায়সার, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরফুল কবির এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারি, বড়হাতিয়ার কৃতি সন্তান, সমাজসেবক মিরান হোসেন মিজানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুজাহিদ বিন আলম কায়সার জানান, মনির তৃণমুল আওয়ামী লীগের কর্মী। তাকে আমার আব্বার সা্থে বিভিন্ন সভা, অনুষ্ঠানে, আন্দোলন সংগ্রামে দেখেছি। অথচ তিনি সবকিছু থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন অর্থের অভাবে চিকিৎসা সেবা করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক প্রিয় নেতা আমিনুল ইসলামের প্রচেষ্ঠায় তাকে অনুদানের চেক ব্যবস্থা করে দিয়েছেন এটা তার কাছে এক বিশাল প্রাপ্তি।তাকে অনুদানের চেক প্রদান করায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক প্রিয় নেতা আমিনুল ইসলামের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মনির আহমদ এবং তার পরিবার।

আরো পড়ুন