বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীর উপহার(ঘর) পাচ্ছেন স্বামীহারা দু`সন্তানের জননী বিধবা ছকিনা

প্রকাশিত : ৫:১১ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

২ সন্তানসহ পরের ঘরে দিনযাপন করে আসছিল বিধবা ছকিনা আকতার।সে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় উত্তর পাড়ার মৃত মোবারকের স্ত্রী। স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। দেখার কেউ ছিলনা। বাপের বাড়ী থেকে কিছু টাকা-পয়সা এনে সংসার চালালে কিছুদিন পরে সংসারে অভাবটাই রয়ে যেতো। তার একটা স্বপ্ন দু`ছেলেকে নিয়ে একটি ঘরে থেকে সুন্দরভাবে বসবাস করার।

বিধবা ছকিনা কান্নাকাটি করে তার একটি ঘরের জন্য চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন কে অবহিত করেন। গেল ঈদের সময় বিধবা ছকিনার অসহায়ত্বের বিষয়টি এবং তাকে একটি ঘরের ব্যবস্হা করার জন্য
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং সংরক্ষিত মহিলা আসন চট্টগ্রামের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান এমপিকে অবগত করেন।

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং সংরক্ষিত মহিলা আসন চট্টগ্রামের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান এমপির বরাদ্দ হতে তাকে একটি ঘরের ব্যবস্হা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘরের কাজ শুরু করা হয়েছে।

চলমান ঘরের কাজ দেখতে যান চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, চুনতি ইউপি সদস্য মুহাম্মদ শাহ আলম কোম্পানী ।

তিনি জানান,আসলে বিধবা ছকিনা অনেক অসহায়। তার ২টি সন্তান রয়েছে। তারা পড়াশুনা করে। মহিলা এমপি আপাকে তার বিষয়ে বললে ছকিনার জন্য ঘর বরাদ্দ দেন। তাকে ঘর দেয়ায় আমরা অনেক খুশি এবং সংরক্ষিত মহিলা এমপি মহোদয়কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া জানান, বিধবা ছকিনা কোন ঘর না থাকায় অন্যের ঘরে অসহায়ত্বের জীবনযাপন করছিল।তাকে সংরক্ষিত মহিলা এমপি স্যারের বরাদ্দ থেকে একটি ঘর দেয়া হয়েছে। ঘরের কাজ চলছে।

স্বামীহারা দু`সন্তানের জননী বিধবা ছকিনা আকতার ঘর পেয়ে অনেক খুশী।

তাকে ঘরের ব্যবস্থা করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই বিধবা ছকিনা আকতার।

আরো পড়ুন