সাতকানিয়া প্রতিনিধি
রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উত্তর সাতকানিয়া (সাংগঠনিক থানা) আওয়ামী যুবলীগ। সোমবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাটে অনুষ্ঠিত মিছিল-সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর সাতকানিয়া যুবলীগ সভাপতি আ স ম ইদ্রিস। সাধারণ সম্পাদক ও কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওচমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মিছিল সমাবেশে জেলা যুবলীগের সাবেক সদস্য হাসান মাহমুদ, আনোয়ার হোসেন অভি, ইউপি সদস্য জাহাঙ্গীর আলাম, সেচ্চাসেবকলীগ নেতা আবু সালেহ শান,সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ,জসিম উদ্দিন,হেলালুর রহমান,আলী নূর মানিক, নজরুল ইসলাম,জাহাঙ্গীর আলাম,জহির উদ্দিন লিটন, মো আলমগীর,সুজন,দিনার মাহমুদ ফারুক, সাব্বির হোসেন ও জমির উদ্দিন বক্তব্য রাখেন।
এদিকে একই ইস্যুতে মিছিল সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। সমাবেশে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুন মান্নান বক্তব্য রাখেন ।