বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সাতকানিয়া-লোহাগাড়ার মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ৮:৫২ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

জাতির জনকের কন্যা, সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাতকানিয়ায় এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৭ জুন সকালে সাতকানিয়া-লোহাগাড়া মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,মিসেস রিজিয়া রেজা চৌধুরী ।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামিলীগ এর সভাপতি হাসিনা মমতাজ, লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক জেসমিন আক্তার সহ-সভাপতি কহিনুর আক্তার,জান্নাতুল ফেরদৌস বকুল, মহিলা নেত্রী নারগিস আক্তার মুন্নী, হামিদা বেগম, সুলেখা বড়ুয়া, নিলুপা আক্তার,আফরোজা আক্তার শারমিন,জিনিয়া আক্তার, নুর নাহার,হাসিনা আক্তার, ফরিদা ইয়াসমিন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় দেশ এখন উন্নয়নের মহাসড়কে রুপান্তরিত হয়েছে। বাঙ্গালী জাতির স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী,নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্রই পদ্মা সেতু উদ্বোধন করবেন। কিন্তু বিএনপি-জামায়াতের নেতারা অফিসে বসে বড় বড় বক্তব্যে দিচ্ছে,আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ডের বিরুদ্ধে সমালোচনা করে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তারা এসব ষড়ষন্ত্র চালিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কিছু হলে আমরা মহিলা আওয়ামীলীগ ঘরে বসে থাকবেনা। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা আজকে প্রতিবাদ সভা করেছি। তিনি আরও বলেন, মাননীয় সাংসদ প্রফেসর ড.নদভী মহোদয় সাতকানিয়া-লোহাগাড়ায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য প্রতিনিধি হিসেবে মাননীয় এমপি মহোদয় সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

আরো পড়ুন