বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

প্রতি বছর রমজান আসে রহমত, নাজাত ও মাগফিরাতের সওগাত নিয়েঃ এমপি নদভী

প্রকাশিত : ৭:৫৫ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উদ্যোগে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আজ ১৮ এপ্রিল সোমবার ২০২২ ইং বিকেল চারটায় চট্টগ্রাম ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর সভাপতি ও চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, প্রতি বছর রমজান আসে রহমত, নাজাত ও মাগফিরাতের সওগাত নিয়ে। একটি টেকসই ও আদর্শ জীবন গঠনের শিক্ষা নিয়ে আসে এই রমজান। ইসলাম সাম্য-মৈত্রী, খোদাভীতি, আত্মসংযম, আত্মশুদ্ধি, শৃঙ্খলা, মমত্ববোধ, দান, ভালোবাসা ও ভ্রাতৃত্বের যে মহান শিক্ষা দিয়েছে, তা বাস্তবায়নের সুযোগ এনে দেয় রমজানের সিয়াম সাধনা। তিনি বলেন, মাহে রমজান মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান। ড. আবু রেজা নদভী এমপি আরো বলেন, রোজাদারদের ইবাদত-বন্দেগির ভেতর দিয়ে সব ধরনের অন্যায়-অত্যাচার, অশোভন-অনাচার, দুরাচার-পাপাচার ও যাবতীয় অকল্যাণকর কাজকর্ম থেকে বিরত হয়ে সংযম সাধনার পথ ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণের শিক্ষা দেয়। ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করে একত্রে ইফতার, দীর্ঘ তারাবি নামাজ, সেহির—এসব কিছুর মধ্য দিয়ে একজন রোজাদার ব্যক্তি মাসব্যাপী সিয়াম সাধনার দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হন।

আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও প্রেস, পাবলিকেশন এন্ড এ্যাডভার্টাইজমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিওটি’র ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, বিওটি প্রফেসর মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, প্রফেসর ড. ফসিউল আলম, মিসেস রিজিয়া রেজা চৌধুরী, প্রফেসর ড. মুহাম্মদ সালেহ জহুর, মিয়া মুহাম্মদ ইসমাঈল মানিক, প্রফেসর আবদুর রহিম, জনাব মুহাম্মদ বদিউল আলম, আইআইইউসি’র প্রো-ভিসি প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিষ্ট্রার অধ্যাপক শফিউর রহমান, প্রবীণ সাংবাদিক জসিম উদ্দিন সবুজ, হাসান ফেরদৌস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আলী, সাধারণ সম্পাদক শামসুল হকসহ বিপুল সাংবাদিক।
অনুষ্ঠান পরিচালনা করেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান

আরো পড়ুন