শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

প্রতিবেশীকে কুপিয়ে খুনে নারীসহ ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত : ৪:২৫ পূর্বাহ্ন শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

শহীদুল ইসলাম বাবর
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ৫ জনকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ও হাটহাজারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মাদার্সা এলাকার নুরুল ইসলামের পুত্র মোঃ ফারুক (৩৪),  ২নং ওয়ার্ডের রূপনগর এলাকার সাহাব মিয়া (৬০) ও সাহাব মিয়ার স্ত্রী শাহিন আক্তার (৪৮) সাহাব মিয়ার কন্যা শারমিন আক্তার (৩০)  এবং ছেলে মঞ্জুর। র্যাব জানায়, জানা যায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তিতে থানার এসআই আলা উদ্দিন ফারুকের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে অন্যান্য আসামীদের অবস্থান পুলিশকে নিশ্চিত করলে পুলিশ হাটহাজারিতে অভিযান চালিয়ে অন্য আসামীদের গ্রেপ্তার করেন। ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এস আই আলাউদ্দিন । 
প্রসঙ্গত, সাতকানিয়া উপজেলার মাদার্শার ২নং ওয়ার্ডের রূপনগর এলাকার সাহাব মিয়াদের সাথে নিহত রাজিয়া বেগমদের চলাচলের একটি ছোট পথ নিয়ে বিরোধ চলে আসছিল,সেই বিরোধের সুত্র ধরে গত ১৬ই এপ্রিল সন্ধ্যা সাডে সাতটার সময় উভয় পক্ষের মধ্যে ঝগডা হলে প্রতিপক্ষের দা’র কোপে গুরুতর আঘাত হন রাজিয়া বেগম, রাজিয়া বেগম চমেক হাসপাতালে ৪দিন চিকিৎসাবস্থায় তার মৃত্যু হলে পরে মামলাটি সাতকানিয়া থানায় হত্যা মামলায় রূপান্তরিত করা হয়।

আরো পড়ুন