বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

প্রতিটি মূহুর্ত সঠিকভাবে কাজে লাগাতে হবেঃ লোহাগাড়ার ইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত : ২:১৯ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, এসএসসি পরীক্ষার আগে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো প্রস্তুতি ও ভালো ফলাফলের জন্য প্রতিটি দিন, প্রতিটি মূহুর্ত সঠিকভাবে কাজে লাগাতে হবে। একজন শিক্ষার্থীকে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। অভিভাবকদেরকেও অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় আশানুরূপ ফল পাওয়া যাবে না। এই সময়টাতে শিক্ষকদেরও দায়িত্ব হচ্ছে— নিয়মিত পরীক্ষার্থীদের খোঁজখবর নেওয়া ও তাদেরকে যথাযথ গাইডলাইন দেওয়া। সবাই মিলে কাজ করলেই সহজেই বড় সাফল্য অর্জন করা যায় বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, এই উপজেলায় তিনি যোগদানের পর থেকে করোনায় স্থবির ও ঝিমিয়ে পড়া শিক্ষার গতি সঞ্চার করা এবং শিক্ষার মানোন্নয়নে যেসব কার্যক্রম শুরু করেছেন, সেগুলো এবছরও চলমান থাকবে। সংশ্লিষ্ট সকলকে প্রতিটি কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ জানান।

৭ ফেব্রুয়ারি সকালে লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

সম্মানিত অতিথি ছিলেন প্রতিভা বাণী দাশ মেমোরিয়াল স্কুলারশীপের প্রধান পৃষ্টপোষক, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) অবসরপ্রাপ্ত প্রফেসর শিক্ষক জগতের দিকপাল শ্রদ্ধেয় স্যার ড.দীপক কান্তি দাশ।

 

সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ আলি জিন্নাহ এর সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোবারক আলীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বক্কর, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক, সুখছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সুখছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার নির্বাচিত সভাপতি, সনাতনী সম্প্রদায়ের নেতা ডাঃ রিটন দাশ, প্রতিভা বাণী দাশ মেমোরিয়াল স্কুলারশীপের পৃষ্টপোষক, আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ডের সাবেক সফল সদস্য মৃণাল কান্তি মিলন মেম্বার ও আমিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি তরুণ রাজনীতিবিদ আজিমুল হক আজিম।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।

আরো পড়ুন