বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৩:১০ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
শুধু স্বপ্ন দেখে নিশ্চেষ্ট থাকলেই হবে না। সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হলে মা-বাবাকে অবশ্যই ত্যাগস্বীকার করতে হবে বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
তিনি বলেছেন, তোমাদের কষ্ট করতে হবে। সন্তানের মধ্যে লেখাপড়ার আগ্রহ সৃষ্টি করতে হবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে। তিনি আরও বলেন, প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন। এবিষয়টি সকলকে খেয়াল রাখতে হবে।শিক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ করা ও বাল্যবিবাহ রোধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার জন্য তিনি শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার সকল সচেতন মানুষকে অনুরোধ জানান।
২১ মার্চ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার পুটিবিলার অঝোপড়া গায়ে সড়াইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সড়াইয়া বারতালুক জাহাঙ্গীর বাপের বাড়ির উঠানে ঝরে পড়া কমানো, শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতি বৃদ্ধি, বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনা সৃষ্ঠি সর্বোপরী মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।
সড়াইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে পুটিবিলা ইউপির মহিলা মেম্বার দিল আরা বেগম,কালেরকন্ঠ শুভ সংঘ লোহাগাড়া শাখার সভাপতি, ব্যাংকার আল নাহিয়ান চৌধুরী, সড়াইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহেছানুল হক, সহকারী শিক্ষক আবদুর রহিমসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
অনুষ্ঠান শেষে কালেরকন্ঠ শুভ সংঘ লোহাগাড়া শাখার পক্ষ থেকে সড়াইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এর আগে তিনি দুপুর ১টার দিকে পৌঁছে সড়াইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং অবহেলিত এলাকার ভাঙ্গনগুলো পরিদর্শন করেন।
এলাকাবাসী তাকে পেয়ে অনেক বেশী আনন্দিত।