বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

প্রকৃত সেবক হয়ে কাজ করতে ঘুড়ি প্রতীকে ভোট চাইলেন জেলা পরিষদ সদস্য প্রার্থী এরফানুল করিম চৌধুরী

প্রকাশিত : ৮:১৫ পূর্বাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

রায়হান সিকদারঃ

আগামী ১৭ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় লোহাগাড়া আসনে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী। তিনি যেখানে যাচ্ছেন সেখানে পাচ্ছেন সকল জনপ্রতিনিধিদের অকুতোভয় ভালবাসা। জনপ্রতিনিধিরা আগামী নির্বাচনে তাকেই নির্বাচিত করতে অপেক্ষার প্রহর গুনছেন। তিনি বেশ সাড়া পাচ্ছেন নির্বাচনী প্রচার-প্রচারণায়। তার মিস্টি হাসিটা যেন এক অনন্য নিদর্শন।

নির্বাচনী সংক্রান্ত এক আলাপাকালে কথা হয় তার সাথে।
জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী, সাংসদের একান্ত সচিব, তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী উক্ত সাংবাদিককে জানান,আমার ছোটকাল থেকে বেড়ে উঠা লোহাগাড়ায়। আমি দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। লোহাগাড়ায় আমার বেড়ে উঠা সেই শৈশব থেকে। অপার সম্ভাবনার জনপদ আমাদের প্রিয় এই লোহাগাড়া উপজেলা।আমরা উচ্ছ্বসিত লোহাগাড়া উপজেলাকে নিয়ে। সমৃদ্ধির মহাসড়কে যখন বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে স্বপ্নের সোনার বাংলাদেশ। আপনাদের একজন প্রকৃত সেবক হয়ে কাজ করতে চাই। এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় সাংসদ নদভী মহোদয় দৃশ্যমান উন্নয়ন করেছে যা চোখে পড়ার মতো। আমি সাংসদের বরাদ্দের পাশাপাশি জেলা পরিষদ নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হলে উন্নয়নের ধারা আরও যোগ হয়ে এ উপজেলায় বেশী করে উন্নয়ন করতে পারবো। আমি একজন সমাজকর্মী হিসেবে লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের গ্রামে গ্রামে অবাধে বিচরণ করেছি।

জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী আরও জানান,মানুষের দুঃখ-দুর্দশা, সমস্যা-সম্ভাবনা সবকিছু অবলোকন ও অনুধাবন করেছে আসছি একান্তভাবে। অন্তরের গভীরে অনুভব করেছি পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীর উন্নয়ন-অগ্রগতির কথা। সবকিছু মিলিয়ে একজন সমাজকর্মী ও রাজনৈতিক কর্মী হিসেবে ও আমাদের পারিবারিক শিক্ষা এবং রাজনৈতিক আদর্শ আমাাকে উদ্বুদ্ধ করেছে জেলা পরিষদের এই নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ করতে।সততা, ন্যায়-নিষ্ঠা, যোগ্যতা ও আদর্শের কথার সদয় বিবেচনা করে আমাকে আপনাদের মহামূল্যবান ঘুড়ি প্রতীকে ভোট দিয়ে আপনার-আমার-আমাদের সকলের প্রিয় আবাসস্থল লোহাগাড়া উপজেলার একজন প্রকৃত সেবক হিসেবে নির্বাচিত করে চির কৃতার্থ করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত মতামত একটি সুন্দর ও আধুনিক লোহাগাড়া বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

তারুণ্যের অহংকার জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী সকলের কাছে দোয়া,সহযোগীতা ও ভালবাসা কামনা করেছেন।

আরো পড়ুন