শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

প্রকৃতির সৌন্দর্য এবং প্রশান্তির খুঁজে পেতে লোহাগাড়ার চুনতি চাম্বিলেকে

প্রকাশিত : ১২:৩২ পূর্বাহ্ন শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

দেশবাংলা ডেস্কঃ

কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটু মনের প্রশান্তি খুঁজে পেতে প্রকৃতির সবুজে ঘেরা সৌন্দর্যের বিকল্প নেই।সৌন্দর্যের মাঝে নিজেকে হারাতে তাই প্রকৃতি প্রেমীরা ছুটে যান পাহাড়-অরণ্যে। ঈদের ছুটিতে সৌন্দর্যে কিছু আনন্দঘন সময় কাটাতে ঘুরে আসতে পারেন চুনতির চাম্বিলেকে।

চাম্বিলেকে সৌন্দর্যের যেন কোনো শেষ নেই। পাহাড়, হ্রদ,রাবার ড্যাম, সবুজ বনানী ঘেরা এই অনবদ্য সুন্দর জায়গাগুলো মায়ায় বেঁধে রাখে ভ্রমণ পিপাসুদের। আর তাই সুযোগ পেলেই ছুটে যেতে মন চাই চাম্বিলেকে। রোমাঞ্চকর ভ্রমণ আনন্দেও জুড়ি নেই এখানে। এখানে দুটি স্পিট বুট রয়েছে। পর্যটকরা এ বুটে ভ্রমণ করে খুব আনন্দ লাভ করে।
প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য অনুভূতি পাওয়া যায়।
চতুর্দিকে সবুজ সমারোহ আর চাম্বিলেকের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ভ্রমণ দারুণ অনুভূতি যোগায়।

আরো পড়ুন