বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:৪২ অপরাহ্ন বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
রায়হান সিকদারঃ
লোহাগাড়ার কৃতি সন্তান,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, ট্রমা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব ডাঃ মাহমুদুর রহমান বলেছেন, রাসুল (সাঃ) মানুষের অধীকার রক্ষায় অগ্রণী ভুমিকা পালন করেছেন। মানুষের অধীকার নিশ্চিত করার জন্য আমাদের রাসুল (সাঃ) শিক্ষা ও আদর্শ সমাজে বাস্তবায়ন করতে হবে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ (সাঃ) এর আদর্শ প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও মুক্তির জন্য মহাগ্রন্থ আল কোরআন নির্দেশিত পথ ।রাসুল (সা.) বিশ্ব মানবতার মুক্তির মহান দূত হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। তিনি ছিলেন মানবতার মহান শিক্ষক। বস্তুত আল্লাহর নির্দেশিত পথ ও রাসুল (সা.) এর অনুসৃত আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই সমাজ-রাষ্ট্রে অশান্তি ও অবক্ষয়ের জয়জয়কার চলছে। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য একমাত্র আল্লাহর দাসত্ব ও রাসুল (সা.) এর প্রদর্শিত আদর্শকে সর্বান্তকরণে গ্রহণ করতে হবে। রাসুল (সা.) রাহমাতুলতিল আলামিন হিসাবে দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন। তিনি ছিলেন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায়-ইনসাফের প্রতীক।
তিনি আরও বলেছেন, আমি যখন তিন বছর তখন থেকে সীরত মাহফিল দেখে আসছি। সীরম মাহফিলের প্রতি আমার মন, হৃদয় সবসময় কাঁদে। সীরত মাহফিলের প্রতি আমাদের অনেক আন্তরিকতা ভালবাসা রয়েছে। আমি যখন চুনতি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র ছিলাম, অলিকুল সম্রাট শাহ ছাহেব কেবলা রঃ আমাদের বিদ্যালয়ে যেতেন তিনি সেখানে মোনাজাত করতেন আমাদের জন্য দোয়া চাইতেন। শাহ ছাহেব কেবলাকে আমি অনেক কাছে থেকে দেখেছি, ওনার ভালবাসা পেয়েছি। আল্লাহর সন্তুষ্ঠি অর্জনের জন্য এরকম সীরত আমাদের জন্য শাহ ছাহেব কেবলা প্রতিষ্ঠা করে গেছেন। ওনি চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ওখান থেকে বড় বড় আলেম বের হচ্ছেন। আলোকিত মানুষ হয়ে এদেশের জন্য সুনাম বয়ে আনছেন। মহানবী (স) মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। তিনি তার মহানুভবতা, সহনশীলতা, অধ্যবসায়, দৃঢ় আত্মপ্রত্যয়, ধৈর্য ও নিষ্ঠার সাথে তার ওপর অবতীর্ণ মহাগ্রন্থ আল কুরআনের আদর্শ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেছেন। এতে তিনি শতভাগ সফলও হয়েছেন।
২০ সেপ্টেম্বর বাদে আছর ঐতিহাসিক চুনতি সীরত ময়দানে ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক, হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.)’র ৪০তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে অধিবেশনে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
উক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু বক্কর।
মাহফিলে সীরত মাহফিল কমিটির সহ-সভাপতি মাওলানা কাজি নাছির উদ্দিন, সদস্য, শাহ ছাহেব কেবলার দৌহিত্র শাহজাদা তৈয়বুল হক বেদারসহ অসংখ্যা আলেমগণ উপস্থিত ছিলেন।